সিরাজুল ইসলাম মেডিকেলে গাড়ির ভেতর দুই লাশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১৬:২০

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্ট পার্কিংয়ে একটি গাড়ির ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার বেলা পৌনে ১২টার দিকে মেডিকেল কলেজের নিরাপত্তারক্ষীরা গাড়ির ভেতর দুজনের মরদেহ দেখে রমনা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে বলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা দুটি লাশ পেয়েছি, তাদের পরিচয় জানা যায়নি। কীভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না।”


হাসপাতালকর্মীদের বরাত দিয়ে উপ কমিশনার সাংবাদিকদের জানান, সাদা রঙয়ের ওই প্রাইভেটকার রোববার ভোর সাড়ে ৫টার দিকে রোগী নিয়ে আসার কথা বলে মেডিকেলের পার্কিংয়ে প্রবেশ করে। পরে ড্রাইভার গাড়ি থেকে নেমে চলে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও