‘প্লট দুর্নীতি’: শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ১২:৩২

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির তিন মামলার একটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।


মামলার বাদী দুদকের উপপরিচালক সালাহউদ্দিন সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সামনে তার জবানবন্দি উপস্থাপন করেন।


দুদক প্রসিকিউটর মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন, তিন মামলার মধ্যে এক মামলায় শেখ হাসিনাসহ আসামি ১২ জন। আরেক মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৭ আসামি। আর অন্য মামলায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জন আসামি রয়েছেন।


“শেখ হাসিনা, জয় ও পুতুলরা পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের আইনজীবীরা সাক্ষীদের জেরা করার সুযোগ পাচ্ছেন না।”


পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৬ প্লট দুর্নীতির মামলায় গত ৩১ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সঙ্গে তাদের সন্তানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার দুই বিশেষ জজ আদালত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও