অনেক দিক থেকেই ভুটান ঈর্ষণীয় দেশ
করোনা এখন আর খুব বড় আলোচনার বিষয় নয়। তাই পত্রিকার পাতার মতামত অংশে লেখার বিষয় হিসাবে করোনা এখন খুব বেশি গুরুত্ব দাবি করে না। কিন্তু একটি সংবাদ আমাকে বর্তমানের করোনা পরিস্থিতির প্রতি কিছুটা দৃষ্টি ফেরালো এবং বিশেষ করে অতীতের করোনা পরিস্থিতির দিকে ফিরিয়ে নিয়ে গেল।
সেই প্রসঙ্গে পরে আসব। এ মুহূর্তেই করোনার একটি ঢেউ চলছে বাংলাদেশে। খুব বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করা না হলেও বলা যায়, এটি করোনার সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রন দিয়ে ঘটছে। টেস্টের তুলনায় পজিটিভ পাওয়ার অনুপাত ৩০ শতাংশ ছাড়িয়ে গেছে। কিন্তু বিশ্বে করোনার যে পরিস্থিতি বাংলাদেশেও একই রকম বলা যায়।