৬৬ লাখ কর্মসংস্থান তৈরি করে বাইডেনের রেকর্ড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২২

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম বছরে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা নতুন ৬৬ লাখ নতুন কর্মসংস্থান বা পদ তৈরি করেছেন। এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বছরে এতো বেশি পদ তৈরি হয়নি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে চাকরির বাজারের এমন শক্তিশালী চিত্র ফুটে উঠে। এর আগে জিমি কার্টারের সময় প্রথম ১২ মাসে প্রায় ৪০ লাখ পদ তৈরি হয়।


প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় এ সংখ্যা ছিল ২৮ লাখ। অন্যদিকে ব্যাপক আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম এক বছরে চাকরিতে পদ তৈরি হয় ২০ লাখ। বাইডেনের শপথ গ্রহণের পর ২০২১ সালে দেশটিতে চাকরি বাড়ে চার দশমিক ছয় শতাংশ। তবে কার্টারের সময় চাকরি বাড়ে চার দশমিক আট শতাংশ। ফলে শতাংশের ভিত্তিতে বাইডেন একটু পিছিয়ে আছেন। অন্যদিকে লিন্ডন জনসনের শাসনামলে তিন দশমিক চার শতাংশ পদ বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও