
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র!
বিএনপি ও তার সমমনা দল, ব্যক্তি ও গোষ্ঠীর কর্মকাণ্ড বলছে, জাতীয় নির্বাচনের আর বেশি দেরি নেই। যদিও এই নির্বাচনের নির্ধারিত সময় ২০২৩ সালের শেষের দিকে। এত আগে থেকে বিএনপি ও তার মিত্রদের দৌড়ঝাঁপের কারণ হচ্ছে, দলটি ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন পর্যন্ত আর উঠে দাঁড়াতে পারেনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া তহবিল তছরুপের দায়ে দণ্ডিত।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর অনুকম্পায় শর্ত সাপেক্ষে মুক্ত হয়ে নিজ বাড়িতে আছেন এবং নিজের পছন্দসই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর বয়স এখন প্রায় ৭৭ বছর এবং তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। এর মধ্যে আছে লিভার সিরোসিস, দাঁতের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ। হাঁটাচলাও তাঁর জন্য সমস্যা।
- ট্যাগ:
- মতামত
- ষড়যন্ত্র
- জাতীয় নির্বাচন
- ক্ষমতাচ্যুত