কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সম্পদই বোঝা বিএনপির!

ঢাকা টাইমস মারুফ কামাল খান সোহেল প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৫

বেশ কয়েক দিন আগে পত্র-পত্রিকায় পড়লাম একটা খবর- ‘বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা মামলার সংখ্যা এক লাখ দশ হাজার; আর আসামি ছত্রিশ লাখের বেশি।’ খবরটা পড়ে দলটির ওপর বর্তমান সরকারের হিংস্রতার পাশাপাশি আরেকটি চিত্রও পাওয়া গেলো। একটানা পনেরো বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে নানাভাবে নিগৃহীত ও নির্মূল-অভিযানের শিকার বিএনপি নামের দলটির এখনও সক্রিয় নেতা-কর্মীর সংখ্যাই লাখ লাখ। এর বাইরে রয়েছে আরও অসংখ্য সমর্থক। সব মিলিয়ে এ-এক এলাহি কাণ্ড। এই যদি হয় পরিস্থিতি, তাহলে সে দলকে সাময়িকভাবে নিস্তেজ ও নিষ্ক্রীয় করা গেলেও মুছে ফেলা বা নিশ্চিহ্ন করা কি সম্ভব?


বিএনপির জন্যও চ্যালেঞ্জ: এই-যে এতো বিপুল সংখ্যক নেতা-কর্মী, এই সংখ্যা রাজনৈতিক প্রতিপক্ষ ও সরকারের জন্য ভয়ের কারণ- এটা যেমন সত্য তেমনই সত্য হচ্ছে, এ সংখ্যাধিক্য বিএনপির জন্যও কিন্তু বিরাট চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ এদেরকে পদ-পদবী দিয়ে সাংগঠনিক কাঠামোর মধ্যে অ্যাকোমোডেট করা। কঠিন কাজ! এতো বেশি পদ-পদবি সৃষ্টি করলে সাংগঠনিক বুনোট শিথিল হয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও