মার্কিন সাম্রাজ্যবাদের আয়ু আর কতদিন?
বহুকাল আগে আমি যখন দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয় বিভাগে কাজ করতাম, তখন আমেরিকার নিউজউইক পত্রিকার এক সাংবাদিক রিচার্ড হ্যারিসন ঢাকায় এসেছিলেন। তার উদ্দেশ্য ছিল তখনকার পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট লেখা। তিনি ইত্তেফাক অফিসেও এসেছিলেন। ইত্তেফাকের সম্পাদক মানিক মিয়ার সঙ্গে ঘণ্টাখানেক আলাপ-আলোচনা করেছেন।
আমি তখন সেখানে ছিলাম। রিচার্ড হ্যারিসন মানিক মিয়াকে বলেছিলেন-মানিক মিয়া, আপনারা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লিখছেন। এই সাম্রাজ্যবাদ পঞ্চাশ বছরের বেশি টিকবে না। আমি একটা হিসাব করে দেখেছি। সাম্রাজ্যবাদের আয়ু ক্রমেই কমে যাচ্ছে। ভারতবর্ষে মুসলিম সাম্রাজ্য সাতশ বছর স্থায়ী হয়েছিল, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য মাত্র আড়াইশ বছর টিকেছিল।