 
                    
                    আমেরিকা কী ইউক্রেনকে বাঁচাতে পারবে?
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ সর্বশেষ যে কথা বলেছেন, এতে পরিষ্কার যে, আপাতত রাশিয়া ইউক্রেন আক্রমণ করছে না। তার কথা হল. ‘রাশিয়া যুদ্ধ চায় না, তবে তার স্বার্থে যেকোন ব্যবস্থা নিতে তৈরি।’
কিন্তু যুদ্ধ যদি সত্যি লেগেও যায়, তবে আমেরিকা কী ইউক্রেনকে বাঁচাতে পারবে? পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন তথা ন্যাটো কতটা পারবে সেটা বোঝা গেছে জর্জিয়া আর ক্রিমিয়ায় পুতিনের একশনের সময়ই। কিছুই করতে পারেনি।
সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। কিয়েভ ও পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে মস্কো। তবে মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসছে। চলমান এই উত্তেজনার মধ্যেই ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য আগামী সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি উন্মুক্ত বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র।
- ট্যাগ:
- মতামত
- সহযোগিতা
- ইউক্রেন সঙ্কট
- সঙ্কট নিরসন
- জাতিসংঘ
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)