ফুটবলারদের দেখে মুগ্ধ বাংলাদেশের নতুন কোচ
আবাহনী, উত্তর বারিধারার পর কাল সাইফ স্পোর্টিংয়ের অনুশীলনে গিয়েছিলেন জাতীয় দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা। তিন ক্লাবের খেলোয়াড়দের দেখে মুগ্ধতার কথাই বলেছেন এই স্প্যানিশ, ‘খেলোয়াড়দের দেখে আমি মুগ্ধ। বিশেষ করে তাদের টেকনিক্যাল সক্ষমতা ও চেষ্টা আমাকে মুগ্ধ করেছে। আশা করি, এসবের মধ্য দিয়ে ভালো একটি জাতীয় দল গড়তে পারব।
কাবরেরার মুগ্ধতা কত দিন থাকে, সেটি দেখার। জেমি ডে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির শেষ দিকে এই খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন। নেপালের কাছে তিন জাতি টুর্নামেন্টের ফাইনালে হারের পর বলেছিলেন নেপালিদের চেয়েও টেকনিক্যালি পিছিয়ে জামাল ভুঁইয়ারা। অস্কার ব্রুজোন এসে তা নাকচ করে দেন। বলেন, ঘাটতি শুধু আত্মবিশ্বাসে। কাবরেরা জানালেন তিনি রীতিমতো মুগ্ধ টেকনিক্যাল সক্ষমতা নিয়ে। মার্চে আন্তর্জাতিক বিরতির আগ পর্যন্ত এই ফুটবলারদের আরো দেখার সুযোগ পাবেন এক বছরের চুক্তিতে আসা এই কোচ।