একটা আইটেম গানেই বাজিমাত
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ২০:০২
একটা আইটেম গানেই বাজিমাত করেছেন দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। জোর খবর যে আবার আইটেম গানের মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত এই দক্ষিণী তারকা। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আইটেম নাচ করে সবাইকে চমকে দিয়েছেন সামান্থা। আর এটা তাঁর ক্যারিয়ারের প্রথম আইটেম নাচ। এই ছবির আইটেম নাচে আল্লু অর্জুনের সঙ্গে তাঁর রসায়ন আরও নজর কেড়েছে। মাত্র একটা নাচের জন্য এই অভিনেত্রী পাঁচ কোটি রুপি নিয়েছেন। আবার নাকি সামান্থা উষ্ণতা ছড়াতে আসছেন।
দক্ষিণী তারকা বিজয় দেওরাকোন্ডার আগামী ছবি ‘লাইগার’-এ সামান্থাকে আইটেম নাচ করতে দেখা যেতে পারে। খবর অনুযায়ী, এই ছবির পরিচালক পুরী জগন্নাথ আইটেম নাচের জন্য সামান্থার সঙ্গে যোগাযোগ করেছেন। জগন্নাথ এমন এক অভিনেত্রীর সন্ধানে আছেন, যার সঙ্গে বিজয় দেওরাকোন্ডার রসায়ন জমে ক্ষীর হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৭ মাস আগে