
বোনের বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে মো. আমির হোসেন আকন্দ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে রায়ের বাজার আজিজ খান রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে একটার দিকে মৃত ঘোষণা করেন।