যশোরে শিক্ষার্থীদের টিকার বিনিময়ে টাকা নেয়ার অভিযোগ

বার্তা২৪ যশোর প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০৮:৫৪

করোনার টিকা দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায়ের অভিযোগ উঠেছে যশোরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে।


জানা যায়, যশোরের কিছু মাধ্যমিক ও দাখিল শিক্ষার্থীদের টিকা পেতে প্রত্যেকের কাছ থেকে যাতায়াত খরচ, খাওয়া খরচ ও এসি রুম ভাড়া বাবদ ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। আর টিকার কার্ড বাবদ ফটোকপি বাবদ ১০ টাকা করে দিতে হচ্ছে শিক্ষার্থীদের।


অভিভাবকদের অভিযোগ, গত মঙ্গলবার (১১ জানুয়ারি) ঝিকরগাছার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে টিকা দেয়ার জন্য ৩০ টাকা করে নেয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে নেয়া হচ্ছে ১০ টাকা করে। এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় ডোজের সময়ে আরো ৩০ টাকা করে দিতে বলেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সব মিলিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৯৫ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিভাবকেরা প্রতিবাদ জানালে তাদের ওপর অসৌজন্যমূলক আচরণ ও নানা অজুহাত দেখাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও