
সেলফি বিক্রি করে ৫ দিনেই কোটিপতি!
স্মার্টফোনের এই যুগে মানুষের সেলফিপ্রেম বেড়েছে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও সেলফি তোলেন। বলা যায় সেলফি তোলার ক্ষেত্রে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ছেলেরাও পিছিয়ে নেই! কিন্তু কেউ যদি সেলফি তুলে কোটিপতি হয়ে যায় তাহলে বিষয়টা কি আপনি কীভাবে দেখবেন?
মালয়েশিয়ার সেমারাং সেন্ট্রাল জাভার বাসিন্দা ২২ বছর বয়সী ঘোজালি সেলফি তোলার কারণে এখন ভাইরাল। তিনি গত পাঁচ বছর ধরে প্রতিদিন একটি করে সেলফি তুলেছিলেন। তাকে ভিডিও করতে হয়েছে। এ কারণে তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেলফি তুলতেন। কিন্তু জানতেন না এই শখ তাকে কোটিপতি করে তুলবে। এখন পাঁচ বছর পর তাঁর সেলফি লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে। তিনি তার সেলফিগুলোকে এফএফটিতে রূপান্তরিত করেছেন৷ যা থেকে তিনি এখন কোটি টাকা আয় করছেন।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত, তিনি তার কম্পিউটারের সামনে বসে প্রতিদিন তার ছবি তুলতেন। এখন তাঁর এই ছবিগুলো কোটি টাকায় পরিণত হয়েছে। তার সেলফিগুলো এনএফটি অর্থাৎ ‘নন ফানজিবল টোকেনে’ রূপান্তরিত হয়েছে। এটি একটি অনলাইন মুদ্রা। মানুষ ঘোঁজালির এনএফটি কিনে নিজের কাছে জমা করছে। যার কারণে এই পড়ুয়া কোটিপতি হয়েছেন।