পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ মে ২০২৫, ১৪:২৭

আপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরোনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরোনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরোনো রাউটারকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।


বর্তমানের উন্নত রাউটার ব্যবহার করলেও অনেক সময়ই দেখা যায় ঘরের কোণে কোণে বা বারান্দা-বাগানে ওয়াই-ফাই সংকেত দুর্বল থাকে। এই সমস্যা সমাধানে পুরোনো রাউটারটিকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা সম্ভব। একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার মূলত মূল রাউটারের সংকেত গ্রহণ করে তা পুনরায় সম্প্রচার করে। ফলে ইন্টারনেট সংযোগের পরিসর বাড়ে।


পুরোনো রাউটারকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করার দুটি উপায় রয়েছে—


১. ইথারনেট ক্যাবলের মাধ্যমে যুক্ত করা।


২. রিপিটার মোড চালু করে তারহীনভাবে সংকেত সম্প্রসারণ।


ইথারনেট ক্যাবলের মাধ্যমে এক্সটেন্ডার বানানো


১. প্রথমেই পুরোনো রাউটারটি রিসেট করুন। এর পেছনে থাকা ‘রিসেট’ বোতাম চেপে ধরলেই এটি রিসেট হবে।


২. রাউটারটির ফার্মওয়্যার আপডেট করে নিন (প্রয়োজনে নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যান)।


৩. এবার একটি ইথারনেট ক্যাবল নিন এবং সেটির এক প্রান্ত মূল রাউটারের এলএএন (LAN) পোর্টে ও অপর প্রান্ত পুরোনো রাউটারের ডব্লিউএএন (WAN) পোর্টে সংযুক্ত করুন।


৪. পুরোনো রাউটারটি চালু করুন এবং এরপর একটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে সেটিতে ওয়াইফাই বা এলএএন (LAN) ক্যাবলের মাধ্যমে সংযোগ স্থাপন করুন।


৫. ওয়েব ব্রাউজারে গিয়ে রাউটারের সেটিংস পেজে প্রবেশ করুন। এ জন্য রাউটারের পেছনে লেখা থাকা আইপি ঠিকানা টাইপ অ্যাড্রেস বারে দিন এবং এরপর লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিন। আইডি ও পাসওয়ার্ড রাউটারের পেছনে লেখা থাকবে।


৬. সেটিংসে গিয়ে এপি মোড নির্বাচন করুন।


৭. এবার আপ্লাই বাটনে ট্যাপ করুন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও