
মায়ের জন্য সেরা ৫ ডিভাইস
মা দিবসে মাকে খুশি করতে কিছু উপহার দিতে পারেন। আপনি যত দূরেই থাকুন না কেন আপনাকে যেন সব সময় তিনি কাছে পান এমন কিছু উপহার দিতে পারেন। এক্ষেত্রে উপহার হিসেবে দিতে পারেন স্মার্টফোন, স্মার্টওয়াচ কিংবা স্মার্ট স্পিকার। আসুন মায়ের দৈনন্দিন কাজে স্বস্তি আনতে পারে এমন কয়েকটি ডিভাইসের কথা জেনে নেওয়া যাক-
স্লিপ ট্র্যাকার
স্বাস্থ্য ঠিক রাখার জন্য এই গ্যাজেটটি অনেক ভূমিকা রাখতে পারে। এই গ্যাজেটের মাধ্যমে আপনার মায়ের স্বাস্থ্যের সবকিছু নিয়ন্ত্রণে রাখা যাবে, যেমন-ঘুমের পরিমাণ, শরীরে ক্যালরির পরিমাণ ইত্যাদি।
ফুড মাস্যাজার
এখন বাজারে বিভিন্ন ধরনের পোর্টেবল ফুট ম্যাসাজার পাওয়া যায়। সারাদিন ঘরের কাজের পর মায়ের পায়ে, কোমরে ব্যথা হতেই থাকে। এ ধরনের ফুট ম্যাসাজার উপহার দিতে পারেন। অল্প দামে বিভিন্ন ব্র্যান্ডের ফুড মাস্যাজার পাবেন বাজারে।
স্মার্ট স্পিকার
অবসর সময়ে কোরআন তেলাওয়াত শোনা, গান শোনা কিংবা কলিং বেলের শব্দ ঘরের যে কোনো প্রান্তে শুনতে স্মার্ট স্পিকার দিতে পারেন। বর্তমানে অনেক স্মার্ট স্পিকারে আরও অনেক ধরনের ফিচার দেওয়া থাকে। বিভিন্ন দামের অনেক কোম্পানির স্মার্ট স্পিকার পাওয়া যায় বাজারে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইলেক্ট্রনিক ডিভাইস