কমনওয়েলথ গেমসের জন্য নারী দল ঘোষণা, জাহানারা বাদ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ০৯:৫৩

বিশ্বকাপ বাছাই পর্ব শেষে এবার নতুন অভিযান নারী ক্রিকেট দলের। ইংল্যান্ডে হতে যাওয়া কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাই পর্বে অংশ নিতে নিগার সুলতানার নেতৃত্বে আজ মালয়েশিয়া যাচ্ছেন তাঁরা।


বাছাই পর্বের জন্য রুমানা আহমেদ, সালমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মনি, লতা মণ্ডলদের নিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে বিসিবি।


ঘোষিত দলে জায়গা হয়নি জাহানারা আলমের, তাঁকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।


বাছাই পর্বের প্রথম ম্যাচে ১৮ জানুয়ারি কেনিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ জানুয়ারি স্বাগতিক মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানার দল।


স্কোয়াড : নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুরশিদা খাতুন, নাহিদা আকতার, শারমিন আকতার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, শানজিদা আকতার ও সুরিয়া আজমিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও