![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/01/06/og/183622thumbnail_IMG_20220106_164040.jpg)
বটগাছের মগডালে তরুণীর ঝুলন্ত দেহ
রংপুরের বদরগঞ্জে মোসরেফা খাতুন নামে (২০) এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট মাদরাসাপাড়া এলাকার একটি বটগাছের মগডাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোসরেফা খাতুন উপজেলার বাংলারহাট এলাকার মোকছেদুল হকের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসরেফা খাতুনের দুই বার বিয়ে হয়। উভয় সংসারেই বিচ্ছেদ ঘটে। এ নিয়ে মা-বাবার সঙ্গে তার মনোমালিন্য চলছিল। গত শুক্রবার রাতে এ নিয়ে বাবার সঙ্গে আবারো কথা কাটাকাটি হয় মোসরেফার। বৃহস্পতিবার কুয়াশাচ্ছন্ন ভোরে বটগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে বটগাছে ঝুলন্ত অবস্থায় মোসরেফাকে শনাক্ত করেন স্বজনরা।