যে পাঁচটি বিষয়ের ওপর ২০২২ সালে সবার বিশেষ দৃষ্টি থাকবে
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১৮:১৫
নতুন বছরের প্রথম প্রহরে বিশ্বব্যাপী নানা আয়োজন দেখা গেলেও বাংলাদেশ ২০২২ সালকে স্বাগত জানিয়েছে বরাবরের মতোই নানা ধরণের সরকারি বিধিনিষেধের মধ্য দিয়েই।
করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কম থাকলেও নতুন বছরে যাত্রা শুরুর সময়টিতে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি - বিশেষ করে আমেরিকাসহ কিছু দেশের সাথে সম্পর্কসহ - নানা ইস্যু ব্যাপকভাবে আলোচনা হচ্ছে সর্বস্তরের মানুষের মধ্যেই।
ধারণা করা হচ্ছে এর মধ্যে কয়েকটি বিষয়ের দিকে ২০২২ সালে বিশেষ দৃষ্টি থাকবে সবার।
পদ্মা সেতু খুলবে এ বছরই
এর মধ্যে একটি হচ্ছে বহুল আলোচিত পদ্মা সেতু। গবেষক ডঃ খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন, ২০২২ সালের একটা বড় অংশ জুড়েই আলোচনায় থাকবে এই পদ্মা সেতু। কারণ এটি শুধু জাতীয় ও আঞ্চলিক ক্ষেত্রে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে না বরং এটি রাজনীতিকেও দারুণভাবে প্রভাবিত করবে।