কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারী ফুটবল দল এবং বাঙালির রক্ষণশীলতা

সমকাল সাদিয়া আফরিন প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২২, ১০:৪৪

বছর শেষে অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল দারুণ এক বিজয়ের খবর দিয়েছে বাংলাদেশকে। সাফ গেমসে প্রতিপক্ষ ভারতকে হারিয়ে বাংলাদেশ দল বিজয়ী হয়েছে। মাঠভর্তি দর্শক এ খেলা দেখেছে। মাঠ ও মাঠের বাইরে সবাই দলটিকে অভিনন্দন জানিয়েছে। বহুদিন পর ক্রীড়াজগতে সাফল্যের এ খবরে বাংলাদেশের মানুষ আপল্গুত। ফুটবল তথা ক্রীড়াঙ্গনে নারীদের বেতন বৈষম্য নিয়ে কথা বলেছে। চেয়েছে নারী খেলোয়াড় হিসেবে অন্যান্য সমগোত্রীয় দলের সমান মর্যাদা। লক্ষণীয়, এখন পর্যন্ত নারীদের এই ফুটবল দলে একটি নির্দিষ্ট শ্রেণির মেয়েদেরই প্রাধান্য অর্থাৎ অপেক্ষাকৃত কম সচ্ছল, দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে আসা, বিশেষ করে আদিবাসী মেয়েরা। মেয়েদের খেলাধুলাকেন্দ্রিক বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে, জাতীয় পর্যায়ে যেসব মেয়ে খেলতে আসে, তাদের ৮৩ শতাংশই মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে এবং তাদের খেলাধুলার জগতে পা রাখার অন্যতম কারণ হলো খেলাধুলার দক্ষতাকে কাজে লাগিয়ে পরিবারের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও