উপজেলা নির্বাচন ভোটার উপস্থিতি এবং অন্যান্য প্রসঙ্গ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলছে। প্রথম দফা নির্বাচন হয়েছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কম। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। তবে দল থেকে বহিষ্কৃত হয়েও কেউ কেউ ভোটে লড়ে জিতেও আসছে। আবার আওয়ামী লীগের মধ্যে এই নির্বাচন নিয়ে দলীয় শৃঙ্খলাভঙ্গের অনেক ঘটনা ঘটছে। তবে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনার আগে আমাদের দেশের নির্বাচন নিয়ে বাইরের দেশের রাজনৈতিক ব্যক্তিরা কী ভাবেন তা একটু দেখে নেওয়া যাক।
২০ মে ‘আজকের পত্রিকা’য় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, কারাগার থেকে বেরিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলাধোনা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের গণতন্ত্রের মান নষ্ট হচ্ছে মোদির কারণে, এই অভিযোগ তুলেছেন তিনি। দাবি করেছেন, মোদি গণতন্ত্রবিরোধীদের অনুসরণ করছেন। বলেছেন, বাংলাদেশে বিরোধী নেতাদের কারাগারে রেখে নির্বাচনে কারচুপি করেছে ক্ষমতাসীনেরা।
৫০ দিন কারাগারে থেকে ছাড়া পেয়ে লোকসভা নির্বাচনের প্রচারে দল ও জোটের হয়ে নেমেছেন কেজরিওয়াল। ভারতের ক্ষমতাসীন বিজেপি জোটের বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে গত ১৭ মে মহারাষ্ট্রের মুম্বাইয়ে গণতন্ত্র নিয়ে কথা বলেছেন তিনি। সমাবেশের বক্তৃতায় মোদির কঠোর সমালোচনা করেন কেজরিওয়াল। তিনি বলেন, মোদি এবারের লোকসভা নির্বাচনে হেরে যাচ্ছেন। তিনি যদি কোনোক্রমে জিতে যান, তবে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো হবেন। যিনি কিনা বিরোধীদের ধরে ধরে জেলে পুরেছেন। এমনকি বিরোধীদের হত্যাও করেছেন।
এই সভায় পাকিস্তান প্রসঙ্গ তুলে কেজরিওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে ঢুকিয়ে নির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছে বিরোধীরা। বাংলাদেশে বিরোধী নেতাদের কারাগারে রেখে নির্বাচনে কারচুপি করেছে ক্ষমতাসীনেরা। তিনি বলেন, মোদি যদি নির্বাচনে জিতে যান, তবে উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ারসহ বিরোধীদের জেলে যেতে হবে।
দুর্নীতির মামলায় কেজরিওয়াল আপাতত কারাগার থেকে ছুটি পেয়েছেন। সুপ্রিম কোর্ট তাঁকে ২১ দিনের জন্য মুক্তি দিয়েছেন। আগামী ২ জুন আবারও কারাগারে ফিরতে হবে তাঁকে। কেজরিওয়াল খারাপ নির্বাচন প্রসঙ্গে যে কয়টা দেশের নাম বলেছেন, তার মধ্যে বাংলাদেশও আছে। আমরা কেজরিওয়ালের বক্তব্যের বিরোধিতা করতে পারি, বলতে পারি তিনি সঠিক কথা বলেননি। কিন্তু তাতে তো তার ধারণা বদলাবে না। আমাদের এখন ভালো নির্বাচন করার ব্যাপারে আন্তরিক হওয়া উচিত।
- ট্যাগ:
- মতামত
- উপজেলা পরিষদ নির্বাচন