ভারতে কমানো হলো কোয়ারেন্টিনের মেয়াদ
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৫:১০
করোনার মৃদু উপসর্গ রয়েছে যাদের তাদের কোয়ারেন্টিনের সময়সীমা দ্রুত শেষ হবে। বুধবার একটি নির্দেশিকায় কোয়ারেন্টিনের নতুন নিয়ম জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বাড়িতে শর্তসাপেক্ষে চিকিৎসাধীন করোনা রোগীরা সাত দিন পর কোয়ারেন্টিন শেষ করতে পারবেন।
ভারতে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মৃদু উপসর্গের রোগীর সংখ্যাই বেশি বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাদেরকে বাড়িতে থেকেই চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।