![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/01/04/image-244682.jpg)
হঠাৎ নাকে বা কানে কিছু ঢুকে গেলে করণীয়
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ০৯:৪৩
দুর্ঘটনাবশত যে কারোর নাক বা কানের ভেতর ঢুকে যেতে পারে পোকামাকড়, মশা-মাছি, শস্যদানা বা ছোট জিনিস । শিশুদের ক্ষেত্রে এসব ঘটনা বেশি ঘটে। কিন্তু পোকা-মাকড় থেকে ছোট কোনও বস্তুর টুকরো, যাই ঢুকুক না কেন, নাক আর কানের মতো সংবেদনশীল জায়গার জন্য তা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।
অবাঞ্ছিত এসব জিনিস ঢুকে যাওয়াকে মেডিক্যালের ভাষায় বলে ফরেন বডি। কিছু ক্ষেত্রে এসব বের করে আনা গেলেও অনেকগুলো ভেতরে আটকে যায়। অনেকে আবার নাক বা কানে খোঁচাখুঁচি করে বের করতে গিয়ে সমস্যা আরো বাড়িয়ে ফেলেন। এসব ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে।
- ট্যাগ:
- লাইফ
- কানের যত্ন
- নাকের যত্ন