রউফ কমিশন যে 'শিক্ষা' দিয়েছিল

সমকাল ডা. জাহেদ উর রহমান প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ০৯:১১

রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের মধ্য দিয়ে কি একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হওয়ার পথ খুলবে? রাষ্ট্রপতি কি পারবেন নির্বাচন কমিশন তৈরি করার জন্য সংবিধানে নির্দেশিত (অনুচ্ছেদ ১১৮.১) অত্যাবশ্যকীয় আইন প্রণয়নে সরকারকে আগ্রহী করতে? দেশের সর্ববৃহৎ বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে এ ব্যাপারে সংলাপে বসবে না বলে জানিয়েছে। রাষ্ট্রপতির বর্তমান সংলাপ প্রক্রিয়া আগের দুইবারের সংলাপের ফলের মতোই হবে? আরেকটা প্রশ্নও ঘুরছে, যা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের শেষ পর্যন্ত আদৌ কোনো গঠনমূলক ভূমিকা থাকবে কিনা। সমালোচকরা তাই মনে করেন। এ প্রসঙ্গ সরিয়ে রেখে দেখতে পাচ্ছি এই সংলাপ 'মূল পণ্য' উৎপাদন


করতে পারুক বা না পারুক, এর অন্তত একটা 'উপজাত' আছে। আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষও সংবিধানের একেবারে মৌলিক ধারণা রাখেন না, যদিও রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু ধারণা রাখা একেবারেই জরুরি। এই সংলাপ জনগণকে 'উপজাত' হিসেবে আমাদের সংবিধানের কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় আবারও জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও