You have reached your daily news limit

Please log in to continue


মৌলিক গান কম, স্বস্তি স্টেজে

এ বছর মৌলিক গান প্রকাশের হার ছিল গত কয়েক বছরের তুলনায় কম। যেগুলো বেরিয়েছে, তার খুব কম গানই দর্শক-শ্রোতার হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। তবে আশাবাদী ছিলেন শিল্পীরা। ব্যস্ত সময় কাটিয়েছেন বিভিন্ন সংগঠন ও দিবসের জন্য বিষয়ভিত্তিক গান তৈরিতে। কেউ কেউ নিজস্ব ইউটিউব চ্যানেলে গান ও সংগীতচিত্র প্রকাশ করেছেন। বছরের শুরুতে স্টেজ শো শুরু হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানে ভাটা পড়ে। বছরের শেষে নভেম্বর-ডিসেম্বরে স্টেজ শো কিছুটা চাঙা হয়ে ওঠে।

এ বছরের অন্যতম আলোচিত ও শ্রোতৃপ্রিয় গানের তালিকায় ছিল নেটওয়ার্কের বাইরে ছবিতে রেহান রসুল ও অবন্তি সিঁথির গাওয়া ‘রূপকথার জগতে’ গানটি। গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চরকির ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি দেখা হয়েছে দেড় কোটি বারের বেশি। প্রকাশিত হয়েছিল বেশ কয়েকটি ব্যান্ডের গান। সেগুলোর মধ্যে আলোচনার শীর্ষে ছিল শূন্য ব্যান্ডের ‘বেহুলা’। গতকাল বিকেল পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে আড়াই কোটি বারের বেশি। ভিন্ন ধাঁচের এই গান কুড়িয়েছে অকুণ্ঠ প্রশংসা। সংগীতচিত্রসহ নতুন গান মুক্তি পেয়েছে বেশ কিছু। সেসবের মধ্যে দর্শক-শ্রোতাকে স্পর্শ করেছে বাপ্পা মজুমদারের ‘হে পাথর’, ইমরান মাহমুদুলের ‘এক দেখায়’, নোবেলের ‘মেহেরবান’, সাব্বির নাসির ও পশ্চিমবঙ্গের শম্পা বিশ্বাসের ‘বিনোদিনী রাই’, সিঁথি সাহা ও পাকিস্তানের শাফকাত আমানত আলীর ‘রাতজাগা পাখি’, প্রীতমের সংগীতচিত্র ‘মরে যাক’ গানগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন