আসন বাড়াতে উদ্যোগ নিন
এয়ারলাইনসগুলোতে এ ধরনের পরিস্থিতি প্রতিবছরই হয়, বিশেষ করে বছরের এই সময়ে। আন্তর্জাতিক ক্ষেত্রেও ক্রিসমাস ও নতুন বছর সামনে রেখে বিভিন্ন এয়ারলাইনসের টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়। এয়ারলাইনসের টিকিটের উচ্চমূল্যের কারণে বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রী, বিশেষ করে কর্মীদের। সব এয়ারলাইনসই মধ্যপ্রাচ্যের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সব দেশে বিমানভাড়া তিন গুণের বেশি বেড়েছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ‘সৌদি আরব ও ইউএই ভিসা দেওয়া বাড়িয়েছে। ওমানসহ আরো কয়েকটি দেশে ভিজিট ভিসা দেওয়া হচ্ছে। আবার অনেকে করোনার নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর দেশে ফিরতে পারেনি। এখন করোনা কমায় তারা ফিরছে। আবার দেশে অবস্থানরত অনেক প্রবাসী কর্মীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারা বাড়তি দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছে।