ত্রিমাত্রিক ধর্ষণের কবলে পর্যটনশিল্প!
পর্যটন নগরী কক্সবাজারে একজন নারী পর্যটকের ধর্ষণ নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। পর্যটনের ভরা মৌসুমে যখন লাখ লাখ পর্যটকের উপস্থিতিতে কক্সবাজারের সমুদ্রসৈকত, হোটেল-মোটেল এবং অলিগলি, রেস্তোরাঁ লোকে লোকারণ্য, ঠিক সেই সময়ে কয়েকজন দুর্বৃত্ত প্রকাশ্যে একজন নারীকে তার স্বামীর সামনে থেকে অপহরণ করল এবং সেই নারীর আট মাস বয়সী শিশুর আর্তচিৎকার অথবা স্বামীর আহাজারি কোনো পথচারীর দৃষ্টিগোচর হলো না। তখন পর্যটন নগরী কি জীবিত ছিল, নাকি মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল তা নিয়ে চিন্তাভাবনা না করে কেউ যদি পুনরায় পর্যটনসুখ অনুভবের জন্য ওদিকে পা বাড়ান তবে অনাগত পরিণতি কী হতে পারে, তা সহজেই অনুমেয়।
- ট্যাগ:
- মতামত
- ধর্ষণ
- পর্যটন শিল্প
- পর্যটনশিল্প