কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সব শিক্ষার্থীই করোনার টিকা পাবেন: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন যাত্রাবাড়ী থানা, ঢাকা প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:২৫

সব শিক্ষার্থীকেই করোনার টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দনিয়া কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে টিকা কার্যক্রম বিস্তৃত করা হবে। সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হবে। বিস্তৃত পাঠদান কবে শুরু করতে পারবো আমরা বলতে পারছি না। বিশেষজ্ঞরা বলছেন, দেশে মার্চ মাসে সংক্রমণ বেশি বাড়ছে।কাজেই আমাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে—কী অবস্থা দাঁড়ায় সেটা দেখার জন্য। তবে সংক্রমণ বাড়বে কিনা, কতটা বাড়বে, আমাদের কতটা মূল্য দিতে হবে—তার সব কিছু নির্ভর করছে আমাদের সবার ওপর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও