You have reached your daily news limit

Please log in to continue


একুশে হারালাম যাদের

করোনার বিষে নীল ছিল ২০২০। বিষক্ষয় হয়নি ২০২১ সালেও, যা দিয়েছে, কেড়ে নিয়েছে আরও ঢের। মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে কেবল জনজীবনই নয়, বিপর্যস্ত হয়েছে দেশের অর্থনীতিও। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উৎসবমুখর পরিবেশেও লাগাম টেনেছে করোনা। এ অদৃশ্য শক্তির কালো অন্ধকারে হারিয়ে গেছে দেশবরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, সংগীত ও অভিনয়শিল্পীসহ নানা ক্ষেত্রের বিশিষ্টজনদের জীবনপ্রদীপ। আবার অনেকেই বরণ করেছেন স্বাভাবিক মৃত্যু।

বিদায়ী বছরে হারানো সেইসব মানুষদের মধ্যে আছেন হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম), ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম, হাসান আজিজুল হক, সৈয়দ আবুল মকসুদ, আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান (এটিএম শামসুজ্জামান), সারাহ বেগম কবরী, ফকির আলমগীর, মিতা হক, মুশতারী শফী, খোন্দকার ইব্রাহিম খালেদ, রাবেয়া খাতুন, বুলবুল চৌধুরী ও শাহীন আলম। ২১-এ হারানো এ বরেণ্যজনদের নিয়েই বছরান্তে স্মৃতিমন্থনের এ প্রতিবেদন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন