You have reached your daily news limit

Please log in to continue


‘জুলাই শহীদ দিবস’ বুধবার, পালিত হবে রাষ্ট্রীয় শোক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে বুধবার ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মঙ্গলবার মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একই সঙ্গে ’শহীদদের’ আত্মার মাগফেরাতে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন