
সড়ক দুর্ঘটনায় নিহত কিংবদন্তী শতবর্ষী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ২৩:০১
বয়স হয়েছিল ১১৪ বছর। তবুও দৌড়ে বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। অবশেষে সড়ক দুর্ঘটনা জীবনের দৌড় থামিয়ে দিল ভারতের পাঞ্জাবের কিংবদন্তী ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের।
সোমবার পাঞ্জাবের জালন্ধরের কাছে বিয়াস পিন্ড গ্রামে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, দুপুরের দিকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি ফৌজাকে ধাক্কা মারে।
সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। গাড়িটিকে চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনা ঘটিয়ে গাড়ি নিয়ে পালিয়ে গেছে চালক।