
আপনি কীভাবে এত শিক্ষার্থীকে প্রতারিত করলেন: খায়রুল বাশারকে আদালত
প্রায় দেড় শ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে ১৮ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের প্রতি আদালত প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। পরে আদালতে শুনানিতে এই প্রতারণার বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। সন্তানতুল্য এত শিক্ষার্থীকে কীভাবে প্রতারিত করলেন, সে প্রশ্ন তাঁকে করেছেন আদালত। জবাবে বাশার বলেছেন, তিনি পরিস্থিতির শিকার। তবে তিনি কী পরিস্থিতি শিকার, তা স্পষ্ট করেননি।
খায়রুল বাশারকে গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হবে, এ খবর শুনে সকাল থেকেই আদালতে ভিড় করতে থাকেন ভুক্তভোগীরা। সকাল ১০টার পর থেকেই দুই শতাধিক ভুক্তভোগী আদালতের সামনে এসে খায়রুল বাশারের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে আনা হলে ভুক্তভোগীরা তাঁর বিচার চেয়ে আরেক দফা স্লোগান দেন। এরপর বৃষ্টির মধ্যেই এসব মানুষ আদালত চত্বরের হাজতখানার সামনে দাঁড়িয়ে থাকেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টাকা আত্মসাৎ