![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/12/25/46c0284bca6008b703b553fab51d40e7-61c6c686ab499.jpg)
‘ঈশ্বর হিসাব করে কাজ করেন’
যিশুর পরিত্রাণ আনার পরিকল্পনা সৃষ্টির আগে থেকেই চলে আসছে। সে জন্য ঈশ্বর চাইলেই যেকোনো দূর অতীতে পরিত্রাণ সম্পন্ন করতে পারতেন। ঈশ্বর চাইলে শয়তানকে তার বিদ্রোহের সঙ্গে সঙ্গে বন্দী করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি, যেন সব দিক থেকে ইতিহাসের সঠিক সময়ে তিনি কাজ করতে পারেন।
- ট্যাগ:
- মতামত
- বড়দিন
- যিশু
- যিশুর পুনরুত্থান