কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সঞ্জীব চৌধুরী : শহরের নাম না জানা এক মাস্তান

ঢাকা পোষ্ট তুষার আবদুল্লাহ প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:৪৩

রিকশা আস্তে চলছিল না, চলছিল দ্রুতই। আমি রাস্তা পার হচ্ছি। আধেক পেরিয়ে সড়কে বায়ে চোখ রাখতেই দেখি—অসংখ্য রিকশার ভিড়ে একটি দ্রুতগামী। রিকশার সওয়ার এলোমেলোভাবে দু’দিক দেখতে দেখতে আসছেন। আমি ঔ রিকশার ভয়েই পথে নামছি না। কিন্তু উড়ালপঙ্খী বাহন আমার কাছে এসেই থমকে দাঁড়াল, আয়। চল।


জানতে চাই, কোন দিক থেকে আসলেন? তিনি বললেন, ভুলে গেছি। বললাম, যাচ্ছেন কোথায়? বললেন, ঠিক করিনি। তিনি তখনো দুই দিকে কি বা কাকে যেন খুঁজে বেড়াচ্ছেন। জানতে চাই, খুঁজছেন কাউকে? অস্ফুট উত্তর, হুম। বলি, কাকে খুঁজছেন? এবার আমার দিকে ফিরে বললেন, ঠিক বুঝতে পারছি না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও