কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রজাতন্ত্রের মালিক হতে পারো, জমির তো নও!

প্রথম আলো আনিসুল হক প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ১১:২০

পরের জায়গা পরের জমিন


ঘর বানাইয়া আমি রই


আমি তো সেই ঘরের মালিক নই॥...



আমি খাজনাপাতি সবই দিলাম


তবু জমিন আমার হয় যে নিলাম


আমি চলি যে তার মন জোগাইয়া


দাখিলায় মেলে না সই॥



আবদুল আলীমের গান। মারফতি লাইনের গান। কেউবা বলবেন দেহতত্ত্বের গান। এই জমি আমাদের ইহকালের জীবনও হতে পারে, আবার আমাদের দেহখাঁচাও হতে পারে। লালন যেমনটা বলেন: খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়! আর আবদুর রহমান বয়াতির গান: আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও