কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রেমিট্যান্স যোদ্ধারা সম্মানটুকু যেন পায়

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১০:১০

সম্প্রতি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ছবি দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বিমানবন্দরে পর্যাপ্ত ট্রলি না থাকায় বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকরা তাদের বিশাল আকারের লাগেজ মাথায় বহন করে নিয়ে যাচ্ছিল। দীর্ঘ বিমানযাত্রা শেষে দেশে ফিরে অত বড় লাগেজ মাথায় করে নেওয়া একটা মানুষের যতটা কষ্টের, একটি দেশের মূল বিমানবন্দরে ট্রলির সংকট তারচেয়ে বেশি লজ্জার।


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এজন্য রাতের ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ আছে। ২৪ ঘণ্টার কাজ ১৬ ঘণ্টায় করতে হচ্ছে বলে বিমানবন্দরে প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। জট লেগে গেছে ফ্লাইট সিডিউলে। প্রায় নিয়মিতই ফ্লাইটে দেরি হচ্ছে। লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তাতে ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের বাইরে যাওয়া বা বাইরে থেকে আসা মানুষদের। ৮ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে, তাই তা সবার নজরে এসেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোগান্তির চিত্র নিত্যদিনের। তবে সাধারণ যাত্রীদের দুর্ভোগ আর শ্রমিকদের দুর্ভোগে আকাশ পাতাল ফারাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও