পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি
দেশে একসময় শুধু ‘জি’ ছিল। এরপর জি-র সংখ্যা ক্রমে বেড়েছে। টু থেকে থ্রি, থ্রি থেকে ফোর। এবার এল ফাইভ। কিন্তু সংখ্যার ক্রম বাড়লেও আমাদের মোবাইলে ইন্টারনেটের গতি কি বাড়ল? নাকি আক্ষরিক উন্নয়নের বদলে শুধু সংখ্যার মিনার বানানোতেই আনন্দ?
টেলিযোগাযোগ প্রযুক্তিতে ফাইভ-জি বলতে বোঝায় পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। এটি মূলত ফোর-জি নেটওয়ার্কের উত্তরসূরি। প্রায় দুই বছর আগ থেকেই ফাইভ-জি প্রযুক্তির ব্যবহার শুরু হয় বিশ্বের বিভিন্ন স্থানে। এখন ক্রমে বিশ্বব্যাপী ফাইভ-জি নেটওয়ার্কের গ্রাহক বাড়ছে। বর্তমানে তা বাংলাদেশেও শুরু হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ফাইভ-জি পুরোপুরি চালু হলে দেশের মোবাইল ইন্টারনেটের গতিতে আসবে উল্লেখযোগ্য পরিবর্তন। প্রতিশ্রুতির মধ্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা, ইন্টারনেট অব থিংস বা আইওটি ডিভাইস চালানো এবং সামগ্রিক ইন্টারনেট অভিজ্ঞতায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসার কথা বলা হচ্ছে।