সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ: অর্থনৈতিক প্রবৃদ্ধির উড্ডয়ন

ডয়েচ ভেল (জার্মানী) আসজাদুল কিবরিয়া প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ১৬:০২

সেখানে তিনি বলেছিলেন: ‘‘একটা প্রশ্ন সবাই ক্রমাগত করে যাচ্ছেন: ‘বাংলাদেশ কি টিকে থাকতে সমর্থ (ভায়াবল) হবে?’ এই প্রশ্নের জবাব কোনো অর্থনীতিবিদের কাছে নেই৷ টিকতে থাকতে সমর্থ না হওয়ার বিকল্প কী? মৃত্যু? কখনো কোনো দেশ কি মৃত্যুবরণ করেছে? এটা গরিব হতে পারে৷ হতে পারে স্থবির৷ কিন্তু একটি দেশ কি টিকে থাকতে অসমর্থ হয়?... বাংলাদেশ কি অতীতের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা ধরে রেখে এগিয়ে যেতে পারবে এবং তা উচচহারে খাদ্য আমদানি ও প্রধান পণ্য রপ্তানির স্থবিরতা বজায় রেখে? বাংলাদেশ কি ধীরস্থির ও ক্রমাগত ভাবে প্রবৃদ্ধি অর্জন করতে পারবে? বাংলাদেশ কি অতীতের ভীষণ গরিবী থেকে সরে আসতে পারবে৷’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও