নাগাল্যান্ডে ভারতীয় সেনাদের অ্যামবুশ - সেদিন যা ঘটেছিল সেখানে - BBC News বাংলা
উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডের মন জেলার এক গ্রামে এক কুঁড়েঘরের বাইরে বসে আছেন কিছু নারী যাদের মুখ বিষণ্ণ, গম্ভীর - তাদের মুখে কোন কথা নেই।
কুঁড়েঘরের মধ্যে বসে ফুঁপিয়ে কাঁদছেন এক নারী। মাত্র ১০ দিন আগে তার বিয়ে হয়েছে।"এখন আমাকে কে দেখবে?" - প্রশ্ন ২৫-বছর বয়সী মংলং-এর।মিয়ানমার সীমান্তের কাছে মন জেলায় কিছুদিন আগে ভারতীয় সেনাবাহিনী গুলি করে ছয় ব্যক্তিকে হত্যা করেছে। তাদেরই একজন ছিলেন মংলং-এর স্বামী হোকাপ কনিয়্যাক।