একাত্তরকে ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে কীভাবে
আমরা উদ্যাপনপ্রিয় জাতি। আমাদের আছে বিশেষ বিশেষ দিবস ও মাস। ওই মাসগুলোর এক বা একাধিক দিনে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আমরা স্মৃতিকাতর হই। মাস পেরোলে আমরা ভুলে যাই।
জানুয়ারি হলো গণ–অভ্যুত্থান সৃষ্টি হওয়ার মাস। জানুয়ারির দিনগুলোতে আমরা ফিরে যাই ১৯৬৯ সালে। ফেব্রুয়ারি হলো ভাষার মাস। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নানা আয়োজন থাকে মাসজুড়ে। মার্চ হলো স্বাধীনতার মাস। একাত্তরের এই মাসে আমাদের স্বাধীনতার আন্দোলন সশস্ত্র প্রতিরোধযুদ্ধে রূপান্তরিত হয়। আগস্টজুড়ে আমরা পালন করি শোকের মাস। স্মরণ করি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পূর্বাপর। ১৬ ডিসেম্বর এ দেশ হানাদারমুক্ত হয়েছিল, পাকিস্তানি দখলদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। এ মাস হলো বিজয়ের মাস।