সাবধানের মার নেই

নয়া দিগন্ত ডা: শাহ মো: বুলবুল ইসলাম প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ১৮:৫৫

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের তাণ্ডব শেষ না হতেই ‘ওমিক্রন’ নামক নতুন ভ্যারিয়েন্ট বা ধরন দেখা দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় বতসোয়ানায় প্রথম শনাক্ত হলেও এ ভাইরাস বিশ্বের প্রায় ৬৫টি দেশে শনাক্ত হয়েছে। ফলে নতুন করে ওমিক্রন নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সংক্রমণের ক্ষিপ্রতার দিক থেকে করোনার চেয়ে এ ভাইরাস অনেক গুণ এগিয়ে। সংক্রমণের ক্ষিপ্রতা ও ক্ষতির কথা ভেবে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ বিশ্বজুড়ে সাবধানবাণী উচ্চারণ করেছে। সতর্কতার কথা বলেছে। বিমান ও অন্যান্য মাধমে দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। সুতরাং এ থেকে সহজে অনুমান করা যায় ওমিক্রনের ভয়াবহতা।


তবে এ পর্যন্ত এই ধরনে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ওমিক্রনের প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা এক গবেষণায় জানিয়েছেন, ডেল্টা ও বেটা ধরনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমিত করার ক্ষমতা তিন গুণ বেশি। এমনকি করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে গড়ে ওঠা প্রতিরোধব্যবস্থা ভেঙে দেয়ার সক্ষমতাও ওমিক্রনের রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও