![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/12/online/photos/Untitled-29-samakal-61b38553bda7c.gif)
মুক্তিযুদ্ধের আদর্শ সামনে থাকুক
বিজয়ের ৫০ বছর উদযাপনের দ্বারপ্রান্তে আমরা। ৫০ বছর তো একটি দেশ-জাতির জন্য কম সময় নয়। একাত্তরে যে যুদ্ধে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল তার পূর্ণাঙ্গতা মিলেছিল বিপুল আত্মত্যাগ, নারীর সল্ফ্ভ্রমহানিসহ ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ে। আমাদের মুক্তিযুদ্ধে সুস্পষ্ট অঙ্গীকার ছিল। প্রত্যয়ও ছিল। আমাদের প্রত্যাশা শুধু স্বাধীনতাই ছিল না, প্রত্যাশা ছিল- মানুষ মুক্তিও পাবে। অনেক প্রত্যাশার মধ্যে এ ছিল বড় প্রত্যাশা।
সর্বাত্মক ওই জনযুদ্ধের অবশ্যই অন্যতম লক্ষ্য ছিল সর্বাধিক মুক্তি অর্জন করা। প্রশ্ন দাঁড়াতে পারে, মুক্তি বলতে আমরা কী বুঝব। এর উত্তর ব্যাপক। তবে মোটা দাগে এটুকু বলা যায়, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো মুক্তিযুদ্ধের মাধ্যমে বের হয়ে এসেছিল স্বাধীন দেশে, এর শতভাগ পূর্ণাঙ্গতাই মুক্তি। কিন্তু আমরা তো পাইনি এখনও।