বিএনপি অশ্লীলতাকে প্রশ্রয় দেয়
তখন বিএনপি ক্ষমতায় ছিল। যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী পদমর্যাদায় আসীন। প্রেস কনফারেন্সে মিডিয়া ডেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন। বিএনপি সেদিন তাকে বাহবা দিয়েছিলো। এরকম বক্তব্য তিনি বহুবার দিয়েছেন। তখন নারীবাদীরা ঘুমিয়েছিল।
ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টু সংসদে দাঁড়িয়ে বেগম জিয়ার সামনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে নোংরা ভাষায় আক্রমণ করেছিলেন। প্রতিবাদে তাৎক্ষণিক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা সংসদ থেকে ওয়াক করেছিলেন। তখন স্বয়ং খালেদা জিয়াসহ বিএনপি জামায়াতের সংসদ সদস্যরা হাততালি দিয়ে পিন্টুকে বাহবা দিচ্ছিলেন। এরপর নারীর অবমাননা হয়েছে বলে কোনো আওয়াজ কোথাও শুনিনি।