ছাত্রদের ব্যবহারের রাজনীতি বন্ধ করতে হবে
আমাদের তিনটি প্রধান দৈনিকের সোমবারের প্রথম পাতার শিরোনাম :'বেপরোয়া ছাত্রলীগ ফের আলোচনায় :কুয়েটে লাঞ্ছনার পর শিক্ষকের মৃত্যু, আনন্দ মোহনে নিজেদের মধ্যে সংঘর্ষ, প্রেস রিলিজের কমিটি গঠন নিয়ে বিতর্ক' সমকাল; 'ফের বন্ধ হয়েছে কুয়েট ও আনন্দ মোহনের ছাত্রাবাস' যুগান্তর; 'কুয়েট শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু :জড়িতদের স্থায়ী বহিস্কারের দাবি শিক্ষক সমিতির' ইত্তেফাক।
এছাড়াও অন্যান্য সংবাদপত্রে ভেতরের পাতায় গুরুত্ব সহকারে তথাকথিত ছাত্র রাজনীতি ও ছাত্রলীগের বাড়াবাড়ি সম্পর্কে খবর ছাপা হয়েছে। কয়েক দিন আগে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজে দুই রাজনীতিবিদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি, যাতে ২৯ জন ছাত্র বহিস্কৃত হয়েছে এবং অন্তত একজন মৃত্যুর সঙ্গে লড়ে এখনও বেঁচে আছে। এর আগে সহপাঠীদের দ্বারা বুয়েটের মেধাবী ছাত্র আবরারের নির্মম হত্যার কাহিনি আমরা দেখেছি।