ফ্লাইটে বোমার গুজব ছড়ানো ফোনটি এসেছিল মালয়েশিয়া থেকে
মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা থাকার কথা যিনি জানিয়েছিলেন, তিনি মালয়েশিয়া থেকে ফোন করেছিলেন ও খুদে বার্তা পাঠিয়েছিলেন। তাঁর নাম আলমগীর। তাঁকে আইনের আওতায় আনতে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করছে এ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আলমগীরকে ইন্ধনকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গত বুধবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে প্রধান নিরাপত্তা কর্মকর্তার কাছে যে ব্যক্তি ফোন করে এবং মুঠোফোন খুদে বার্তা পাঠিয়ে ফ্লাইটের যাত্রীর কাছে বোমা থাকার তথ্য দিয়েছিলেন, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, ওই ব্যক্তি মালয়েশিয়ায় থাকেন এবং তাঁর নাম আলমগীর।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বোমা হামলা
- আইনশৃঙ্খলা রক্ষা