You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে জলাবদ্ধতা: ‘প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা ভেবে দেখা হবে’

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার নিরসনে চলমান প্রকল্পগুলোর মাধ্যমে পরিস্থিতির ‘দৃশ্যমান উন্নতি না হলে’ সেগুলো ‘চালিয়ে নেওয়া হবে কি না’, তা ভেবে দেখার কথা বলছেন সরকারের দুই উপদেষ্টা।

এর জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রকল্পগুলোকে কাজের লক্ষ্য ঠিক করে দিয়ে অগ্রগতির চিত্র পর্যবেক্ষণের কথা বলেছেন তারা।

শনিবার বিকালে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পগুলোর কাজ পরিদর্শন করেন পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম।

তারা নগরীর জামালখান খান, মির্জা খাল ও বাকলিয়ার এক কিলোমিটার এলাকায় সিসিসির বারইপাড়া খালের কাজ ঘুরে দেখেন। কল্পলোক আবাসিক এলাকায় রাজাখালী খালেও যান।

পরে রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, “জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা। একদিনে সমাধান হবে না। তবে সমাধান হতে হবে। প্রকল্পগুলো যদি দেখি মানুষের কাজে লাগছে তাহলে অব্যাহত থাকবে। আর যদি দেখি কাজে লাগছে না, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন