বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আলীকদম উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার বাসিন্দা বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আমিন (৩৪) ও মিনহাজ উদ্দিন (৩৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আলীকদম থেকে একটি মিনি ট্রাক (চট্টগ্রাম ল-৭২) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলে তিনজন আলীকদমের দিকে আসছিল। তারাবুনিয়ার চারা বটতলী এলাকায় পৌঁছালে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হন। পরে ট্রাকটি আটক করে স্থানীয় লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।