প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচই কোটি টাকা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৮

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ছাপার কাজে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেসে (বিজি প্রেস) যাতায়াত ও অবস্থান ভাতায় এক অর্থবছরেই খরচ হয়েছে কোটি টাকা। এই টাকা গেছে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পকেটে।


আটটি সাধারণ শিক্ষা বোর্ডের বিল-ভাউচার পর্যালোচনা করে এবং আজকের পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে এসব শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার (এসএসসি ও এইচএসসি) কাজে বিজি প্রেসে যাতায়াত ও অবস্থান বাবদ ভাতা নেওয়া হয়েছে ১ কোটি ১ লাখ ১১ হাজার ৩২ টাকা।


শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ‘দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স, ১৯৬১ অনুযায়ী দেশের ১১টি শিক্ষা বোর্ড পরিচালিত হয়। এই অধ্যাদেশে প্রশ্ন ছাপার কাজে বিজি প্রেসে যাতায়াত ও অবস্থানের জন্য কোনো ভাতার বিধান নেই। অথচ প্রতিবছরই এ খাতে ভাতা তুলছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। বোর্ডগুলোর দাবি, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট বোর্ডের অর্থ কমিটির অনুমোদন নিয়েই এ ভাতা দেওয়া হচ্ছে।


শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ১৯৬১ সালের অধ্যাদেশ আরও যুগোপযোগী করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড আইন করার কাজ চলছে। তবে নানামুখী তৎপরতার কারণে উদ্যোগটি আটকে গেছে। আইনটি হলে বোর্ডগুলোর কর্মকর্তা-কর্মচারীরা জবাবদিহির আওতায় আসবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও