একা নয়, ভালো থাকতে হবে সবাই মিলে
করোনাকে আমি বলি বৈষম্যমুক্তির ভাইরাস। জাতি-ধর্ম, ধনী-গরিব নির্বিশেষে করোনা আক্রান্ত হয়েছেন। সব অর্থেই বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী যুক্তরাষ্ট্রেই লেগেছিল করোনার সবচেয়ে বড় ধাক্কা। শুরুতে করোনার ভয়ংকরতার সামনে অর্থ নিছকই কাগজে পরিণত হয়েছিল। বিপুল অর্থ, বিশাল হাসপাতাল, আণবিক অস্ত্র, যুদ্ধবিমান, প্রবল ক্ষমতা- সবকিছুই করোনার সামনে অর্থহীন ছিল। এমনকি শুরুতে চিকিৎসা বিজ্ঞানকেও অসহায় মনে হচ্ছিল। করোনার প্রবল সুনামি ভাসিয়ে নেয় সবকিছু।