ধর্মীয় সম্প্রীতির মিলন মেলা

সমকাল ড. মো. আবদুর রহিম প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২১, ০৮:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে এ জনপদের অধিবাসীদের অন্তরলোক শিক্ষার আলোয় আলোকিত করে চলেছে। জ্ঞান ও প্রজ্ঞার আলোকরশ্মি শিক্ষার্থীদের জীবন ছাপিয়ে সব পর্যায়ের মানুষের চিন্তা ও কর্মকে করেছে দীপ্তিমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে যেমন জ্ঞাননির্ভর অসাম্প্রদায়িক বুদ্ধিবৃত্তিক ভাবনার সংযোজন ঘটেছে, তেমনি এ ক্যাম্পাসে অবস্থিত বহু ধর্ম-সম্প্রদায়-দর্শনের মানুষের ধর্মীয় স্থাপনা ও ভাস্কর্য সব মত-পথের মিলনস্থল হিসেবে একে চিত্রায়িত করেছে। এই ক্যাম্পাসে সব ধর্ম সম্প্রদায়ের মানুষের সহাবস্থান একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। এখান থেকেই অসাম্প্রদায়িকতার দর্শন সারাদেশের মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে। এ ক্যাম্পাসজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতীকের অবস্থান একদিকে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেয়, অন্যদিকে তা এক ধর্ম-দর্শনের মানুষের পক্ষে অন্য ধর্ম সম্প্রদায়ের সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও