রাষ্ট্র ঠিক না থাকলে সড়ক ঠিক থাকবে কীভাবে
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনীতিতে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রদর্শনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্য দরকার।
রাষ্ট্রপতির এই বক্তৃতা সরকারের অনুমোদিত হলেও তাৎপর্যপূর্ণ। তিনি যেসব বিষয়ের ওপর আলোকপাত করেছেন, তা যেকোনো রাষ্ট্রের অস্তিত্ব, স্থায়িত্ব ও টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। অথচ আমাদের রাষ্ট্রের মালিক-মোক্তারেরা শুরু থেকে গণতান্ত্রিক মূল্যবোধ অগ্রাহ্য করেছেন। রাজনীতির অভিধান থেকে পরমতসহিষ্ণুতা শব্দটি মুছে ফেলেছেন। এ ক্ষেত্রে সামরিক-বেসামরিক, নির্বাচিত-অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য খুবই কম। জনভিত্তি না থাকায় সামরিক সরকারগুলোর অনেক সময় আন্দোলনের মুখে কিছু কিছু দাবি মেনে নেওয়ার নজির আছে। কিন্তু ‘গণতান্ত্রিক’ সরকারগুলো গণদাবির তোয়াক্কাই করে না।